শীত যেন ধীরে ধীরে ভালোমতো আসতে শুরু করেছে সারা দেশ জুড়ে। বাংলাতেও সমানভাবে শীতের আগমন ঘটেছে। আবহাওয়া সূত্রে জানা যায়, গত দু’দিনের থেকে সোমবার তাপমাত্রার অনেকটা পতন ঘটেছে। সারা কলকাতা জুড়ে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে অনেকটাই কম। যার কারণেই আগেরশীতলতম দিনগুলির থেকে সোমবারই এ মরসুমের শীতলতম দিন। এই প্রথম কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা অন্যান্য দনের তুলনায় ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা নামবে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। এটিও অন্যান্য দিনের তুলনায় ৪ ডিগ্রি কম।
কলকাতার তুলনায় অন্যান্য জেলাগুলিতে আরও বেশি তাপমাত্রা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।