বার্সার নাটকীয় জয়

Published By: Khabar India Online | Published On:

জয় ছাড়া চারটি ম্যাচের হতাশা কাটালো বার্সা নাটকীয় এক ম্যাচ দিয়ে। পয়েন্ট তালিকার শেষের দিকে থাকা দল রীতিমত চোখ রাঙ্গানি দিয়েছে বার্সেলোনাকে। তবে শেষ হাসিটা হেসেছে জাভি হার্নান্দেজের শিষ্যরাই।
গত শনিবার রাতে নিজেদের মাঠে নাটকীয় এক লড়াইয়ে এলচেকে ৩-২ গোলে হারিয়েছে বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে কাতালান ক্লাবটি।

ম্যাচে প্রথম থেকেই বলের দখলে ছিলো বার্সা। দারুণ খেলে ১৯ মিনিটের মাথায় তারা ২-০ গোলে এগিয়ে যায়। ম্যাচরে ১৬ মিনিটের মাথায় উসমান ডেম্বেলের কর্নারে লাফিয়ে উঠে হেড করে গোল করেন জুতগা ব্ল্যাঙ্ক। তিন মিনিট পর ডি-বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন গাভি।

আরও পড়ুন -  US: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ‘জয় না আসা পর্যন্ত’ ইউক্রেনকে সমর্থনঃ স্পিকার ন্যান্সি পেলোসি

দ্বিতীয়ার্ধেও বার্সার দাপট অব্যাহত ছিল। এরই মধ্যে হঠাৎ ঘুরে দাড়ায় এলচে। এক মিনিটের ব্যবধানে দুই গোল করে সমতায় ফেরে তারা। ৬২তম মিনিটে ডি-বক্সে ঢুকে ডান পায়ের বুলেট গতির শটে গোলরক্ষককে পরাস্ত করেন মরেন্তে। পরের মিনিটে তার ক্রস ফাঁকায় পেয়ে হেডে সমতা ফেরান পেরে মিইয়া।

আরও পড়ুন -  একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি

রক্ষণভাগ দুর্বলতার কারণে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়া বার্সা এরপর গোলের জন্য মরিয়া হয়ে যায়। ৭২তম মিনিটে ব্ল্যাঙ্ককে তুলে নিকো গঞ্জালেসকে নামায় কোচ জাভি। ৮৫ মিনিটে ২৩ বছর বয়সী এই আর্জেন্টাইনই দলকে স্বস্তি এনে দেন। ডি-বক্সে গাভির পাস ধরে জোরালো শটে জয়সূচক গোলটি করেন তিনি।

আরও পড়ুন -  Abhishek Bose: সুখবর দিয়ে দিলেন ‘ফুলকি’র নায়ক, বাজতে চলেছে বিয়ের সানাই

 এই জয়ে লিগে ১৭ ম্যাচে ৭ জয় আর ৬ ড্রতে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বর অবস্থানে এলচে।