Trolls: হিন্দিতে কথা বলার জন্য ট্রোলের শিকার রাশমিকা

Published By: Khabar India Online | Published On:

তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা রাশমিকা মানদানা তার নতুন সিনেমার প্রমোশনে গিয়ে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ‘ট্রোলড’ হতে হয়েছে।

রাশমিকা ও আল্লু অর্জুনের নতুন সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ- পার্ট ১’ আজ (শুক্রবার) রিলিজ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন -  এনআরসি ছাড়া আধার কার্ড অসম্ভব, বড় সিদ্ধান্ত সরকারের

এ উপলক্ষে বৃহস্পতিবার মুম্বাইতে সিনেমাটির প্রমোশন অনুষ্ঠানে অংশ নেন রাশমিকা ও তার নায়ক আল্লু অর্জুন।
ওই সিনেমায় প্রধান চরিত্র পুষ্পা তেলেগু ছাড়াও হিন্দিসহ আরও কয়েকটি ভাষায় কথা বলে। এ কারণে সংবাদ সম্মেলনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি হিন্দিতে কথা বলেন, যা নিয়ে তিনি ট্রোলের শিকার হয়েছেন।

আরও পড়ুন -  Dance Video: আম্রপালিকে দেখে নাচের মধ্যে দুষ্টুমি করলেন নিরাহুয়া, ক্যামেরার সামনেই

এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘এখন তিনি অতিরিক্ত কিউট হওয়ার চেষ্টা করছেন।’ আরও একজন লিখেছেন, ‘অতিরিক্ত কিছুই ভালো না, যা তিনি এখন করার চেষ্টা করছেন।’

রাশমিকা তেলেগু ও কন্নড় চলচ্চিত্রের বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। প্রাণবন্ত হাসি আর অসাধারণ অভিনয়ের জন্য তিনি দ্রুত সময়েই দর্শকদের নজর কেড়েছেন।

আরও পড়ুন -  চুল পড়া কমে যাবে পেঁয়াজের তেলে, কি ভাবে ঘরে তৈরি করবেন পড়ুন ও জেনে নিন

রাতারাতি এতো জনপ্রিতা পাওয়ায় তাকে ‘জাতীয় ক্রাস’ বলেও অনেকে সম্বোধন করে থাকেন। সূত্র: বলিউড লাইফ।