Omicron: দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, আক্রান্ত শতাধিক

Published By: Khabar India Online | Published On:

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে।  এই ধরনটিতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমানে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০১।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, অন্তত ১১টি রাজ্যে ওমিক্রন ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন -  ৩০শে মে পর্যন্ত জারি সতর্কতা, করোনার জন্য, রাজ্য সরকারের ঘোষণা

 স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কোভিডের পূর্ববর্তী ধরনগুলোর চেয়ে ওমিক্রন বেশি সংক্রামক। ওমিক্রন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ‘ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে ১৯টি জেলাকে চিহ্নিত করা হয়েছে।

সতর্কতা হিসেবে যে চলতি বিধিনিষেধ মেনে চলা হয়, সেগুলোকেই আরও কড়াভাবে প্রয়োগ করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন -  China: করোনা সংক্রামিত, চীনের ৮০ শতাংশ মানুষ

এর মধ্যে মাস্ক পরা, শরীরিক দূরত্ব বজায় রাখার মতো বিধিগুলো আরও কঠোরভাবে প্রয়োগের কথাও বলা হয়েছে। প্রয়োজন ছাড়া ভ্রমণ না করা, ভীড় ও অনুষ্ঠান এড়িয়ে চলতে পরামর্শ দেয়া হয়েছে।

আরও পড়ুন -  Rohit Sharma: অধিনায়ক রোহিত শর্মা, করোনায় আক্রান্ত

শুক্রবারই দিল্লিতে ১০ জন ওমিক্রন আক্রান্তের খবর মিলেছে। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত ওই রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩২ জন।