পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হওয়া এবছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা স্থগিত হলো ঠিক ফাইনালের কিছু ঘণ্টা আগে। প্রতিযোগিতায় হঠাৎ করোনার হানায় আসরের গ্রান্ড ফিনালে স্থগিত করতে বাধ্য হয়েছে, টুইটারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
সিএনএনের প্রকাশিত এক খবরে জানা যায়, এবারের আসরে অংশগ্রহণকারী ৯৭ প্রতিযোগীর মধ্যে ২৩ জন আক্রান্ত হয়েছে করোনায়। এছাড়া আরও ১৫ জন কর্মীও আক্রান্ত করোনায়। অধিক সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হওয়ায় ফাইনালের ঠিক আগের মুহুর্তে স্থগিত করা হয় আয়োজন।
এতজনের করোনা আক্রান্ত হওয়ার পর প্রতিযোগী, কর্মী এবং দর্শকদের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয় বিবেচনা করে স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা করে আয়োজন স্থগিতের সিদ্ধান্ত নেয় আয়োজক কর্তৃপক্ষ।
আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আগামী ৯০ দিনের মধ্যে নতুন করে এবারের আসরের ফাইনাল আয়োজন করা হবে। গত ২১শে নভেম্বর শুরু হওয়া এবারের ৭০তম আসরের ফাইনাল হওয়ার কথা ছিলো গত ১৬ই ডিসেম্বর।