WB Omicron: সাত বছরের এক শিশুর দেহে ওমিক্রন ভাইরাসের উপস্থিতি

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদাঃ   দুবাই ফেরত সাত বছরের এক শিশুর দেহে ওমিক্রন ভাইরাসের উপস্থিতি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার কালিয়াচকে। বুধবার ওই শিশুটি কালিয়াচকে তার মামার বাড়িতে আসতেই জেলা স্বাস্থ্য দফতরের বিশেষ টিম সেখানে পৌঁছায়। শিশু, তার মা, বাবা, দিদি সমেত মোট ছ জনের লালার নমুনা সংগ্রহ করা হয় । শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আবু ধাবি থেকে হায়দ্রাবাদ হয়ে কলকাতায় আসে শিশুটির পরিবার। হায়দরাবাদে তাদের লালার নমুনা নেওয়া হয়েছিল।তাদের বাড়ি মুর্শিদাবাদের ঘোলাকান্দিতে।

আরও পড়ুন -  CBI-এর ডাকে মেয়ে নিয়ে তড়িঘড়ি কলকাতা ছুটলেন শিক্ষা প্রতি মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী

কলকাতা থেকে ফারাক্কা হয়ে কালিয়াচকে মামার বাড়িতে আসে শিশু ও তার পরিবার। এর মধ্যে জানা যায় শিশুটি ওমিক্রন ভাইরাসে সংক্রামিত। খবর পাওয়ার পরই নড়েচড়ে বসে মালদা জেলা স্বাস্থ্য দফতর। শিশু ও তার পরিবারের লালার নমুনা সংগ্রহ করেছে মেডিকেল টিম।

আরও পড়ুন -  Russia Cafe Fire: নিহত ১৩, ক্যাফেতে অগ্নিকাণ্ড রাশিয়ায়

Bite: পাপড়ি নায়েক, সিএমওএইচ, মালদা