Trains: ১৪ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে বাতিল হয়েছে একগুচ্ছ ট্রেন

Published By: Khabar India Online | Published On:

 একদিকে ক্রিস্টমাস অন্যদিকে নিউ ইয়ার্র তো আছেই। সঙ্গে সঙ্গে ভ্রমণ পিপাসুদের ঘোরাঘুরির জন্য প্ল্যানিং শুরু হয়ে গিয়েছে। আর বাঙালী ঘুরতে যেতে হলে, বাস আর বিমানের থেকে ট্রেনের যাত্রা করতে বেশি ভালোবাসেন। আর রেলপথ হল সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। তবে ছুটির প্ল্যানিং করার আগে ট্রেনের খবরাখবর রাখাটা অত্যন্ত জরুরি।

রেল সূত্র থেকে জানা যাচ্ছে আগামী ১৪ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে বাতিল হয়েছে একগুচ্ছ ট্রেন। বাতিল করার পাশাপাশি বদল করা হয়েছে বহু ট্রেনের রুট। মূলত রেল লাইনে কাজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, এই ডিসেম্বরে নর্থ-ইস্টার্ন রেলওয়েস এর বারাণসী ডিভিশনের ছাপড়া-বালিয়া স্টেশনের লাইনে কাজ শুরু হবে। সেজন্য বহু ট্রেনে বাতিল হয়েছে। অনেকের রুট বদল হয়েছে।

আরও পড়ুন -  World Cup 2023: এক ক্লিকেই সমস্ত প্রশ্নের উত্তর, কিভাবে কিনবেন বিশ্বকাপের টিকিট?

একনজরে জেনে নিন বাতিল ট্রেনের তালিকা

1) ১৫, ১৭ এবং ২২ ডিসেম্বর বাতিল হচ্ছে 18201 Durg-Nautanwa Express

২) ১৭, ১৯ এবং ২৪ ডিসেম্বর বাতিল হচ্ছে 18202 Nautanwa-Durg Express

আরও পড়ুন -  Train: কলকাতা-যোগবাণী-কলকাতা স্পেশাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হল

৩) ১৫ এবং ২১ ডিসেম্বর বাতিল হচ্ছে 12549 Durg-Jammu Tawi Express

৪) ১৬ এবং ২৩ ডিসেম্বর বাতিল হচ্ছে 12550 Jammu Tawi-Durg Express

৫) ১৪, ১৯ এবং ২১ ডিসেম্বর বাতিল হচ্ছে 18203 Durg-Kanpur Central Express

আরও পড়ুন -  Winter: শীতের আমেজ অনুভব করতে শুরু করেছে পুরো বঙ্গবাসী

৬) ১৮ ডিসেম্বর বাতিল হচ্ছে 15115 ছাপড়া-দিল্লি এবং ১৯ ডিসেম্বরের 15116 দিল্লি-ছাপড়া ট্রেন

রুট বদল হওয়া ট্রেনের তালিকাগুলি হল

১) ১৭, ১৯ এবং ২৪ ডিসেম্বর 04651 জয়নগর থেকে অমৃতসরগামী ট্রেন ছাপড়া-ভাটনি-মউ দিয়ে ট্রেনটি ঘুরিয়ে দেওয়া হবে।

২) ১৭, ১৯, ২২ এবং ২৪ ডিসেম্বর 04652 অমৃতসর থেকে জয়নগরগামী ট্রেন মউ-ভাটনি-ছাপড়ার দিকে ট্রেমটি ঘুরিয়ে দেওয়া হবে।