‘থাপ্পড় থেরাপি’

Published By: Khabar India Online | Published On:

ত্বকের সৌন্দর্য্য ধরে রাখতে কে না চায়! ত্বকের সৌন্দর্য্য ধরে রাখতে মানুষ কতো কিছুই না করে থাকে। প্রচুর অর্থও খরচ করে থাকে এর পেছনে। এবার নিজেকে আরো সুন্দর করে তুলতে ‘থাপ্পড় থেরাপি’ নামে একটি পদ্ধতি আবিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন -  Ushasi Ray: খুব আঁটোসাঁটো পোশাক চেপে রয়েছে শরীরে, এই কালো শর্ট ড্রেসে মুগ্ধতা ছড়ালেন ঊষসী

সৌন্দর্য্য ধরে রাখতে অ্যারোমা থেরাপির পাশাপাশি জায়গা করে নিয়েছে ‘থাপ্পড় থেরাপিও’। তবে এই থেরাপির প্রচলন শুরু করেন দক্ষিণ কোরিয়ার নারীরাই। ত্বকের যত্ন নিতে সেখানকার নারীরা নিজেদের গালে থাপ্পড় মারতেন। তারপর এই থেরাপি শুধু দক্ষিণ কোরিয়াতেই সীমাবদ্ধ থাকেনি, ধীরে ধীরে গোটা বিশ্বেও এর জনপ্রিয়তা পায়।

আরও পড়ুন -  Eye Care: চোখের যত্ন নেয়া প্রয়োজন, করণীয় কি?

এই ‘থাপ্পড় থেরাপির’ পদ্ধতি হলো হাতের তালুর দ্বারা নিজের উভয় গালে হালকা ও আলতো করে চড় মারা।

যেভাবে কাজ করে থাপ্পড় থেরাপি: হাতের তালু দিয়ে গালে থাপ্পড় মারার ফলে মুখের রক্ত সঞ্চালন বজায় থাকে। ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়া মুখের প্রতিটি অংশে রক্ত প্রবাহ বেড়ে যায়। যার ফলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল এবং সতেজ।

আরও পড়ুন -  ভুলে গেছেন বিল পরিশোধ করতে ক্রেডিট কার্ডের, এই নতুন নিয়ম জারি করে দিলো RBI