First Time: সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের বক্সিং টুর্নামেন্ট

Published By: Khabar India Online | Published On:

সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের বক্সিং টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে ফাইট ক্লাব নামের একটি জিমে প্রশিক্ষণ নিচ্ছেন বেশ কয়েকজন নারী বক্সার। ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

আরও পড়ুন -  Twitter: ইলন মাস্ক, টুইটারের পরিচালনা পর্ষদে যোগ দিচ্ছেন না

ফ্লাইট ক্লাব নামে ওই জিমটির অবস্থান রাজধানী রিয়াদে। নারীদের জন্য বক্সিং টুর্নামেন্ট আয়োজনে ভীষণ খুশি ক্লাবটির মালিক বান্দার আলেসাওয়ি। তার এই জিম থেকেই সাতজন অংশ নিচ্ছেন বক্সিং টুর্নামেন্টে।

আরও পড়ুন -  কসবা ভুয়ো টিকাকান্ডে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি শুভেন্দুর,পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালেন

অবশ্য সৌদি মেয়েরা আগেও বক্সিং করতেন। সারাহ আলশাহরানি নামের এক বক্সার জানান, তিনি চার বছর ধরে বক্সিং করেন। জিমের সুযোগ না থাকায় আগে প্রস্তুতি নিতে পাঞ্চিং ব্যাগের কাজ চালাতেন বালির বস্তা দিয়ে।

আরও পড়ুন -  Saudi Arabia-Al-Hilal: রাতে রিয়ালের মুখোমুখি হচ্ছে আল-হিলাল, ক্লাব বিশ্বকাপের ফাইনালে