First Time: সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের বক্সিং টুর্নামেন্ট

Published By: Khabar India Online | Published On:

সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের বক্সিং টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে ফাইট ক্লাব নামের একটি জিমে প্রশিক্ষণ নিচ্ছেন বেশ কয়েকজন নারী বক্সার। ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

আরও পড়ুন -  কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত শেষ ওয়েবিনার 'সর্দার বল্লবভাই প্যাটেল – ঐক্যবদ্ধ ভারতের স্থপতি’

ফ্লাইট ক্লাব নামে ওই জিমটির অবস্থান রাজধানী রিয়াদে। নারীদের জন্য বক্সিং টুর্নামেন্ট আয়োজনে ভীষণ খুশি ক্লাবটির মালিক বান্দার আলেসাওয়ি। তার এই জিম থেকেই সাতজন অংশ নিচ্ছেন বক্সিং টুর্নামেন্টে।

আরও পড়ুন -  Saudi Arabia: সড়ক দুর্ঘটনায় ৬ ভাই নিহত, মধ্যপ্রাচ্যের সৌদি আরবে

অবশ্য সৌদি মেয়েরা আগেও বক্সিং করতেন। সারাহ আলশাহরানি নামের এক বক্সার জানান, তিনি চার বছর ধরে বক্সিং করেন। জিমের সুযোগ না থাকায় আগে প্রস্তুতি নিতে পাঞ্চিং ব্যাগের কাজ চালাতেন বালির বস্তা দিয়ে।

আরও পড়ুন -  Sofia Ansari-কে নাচতে দেখা গেল কালো ব্রা পরে, ভিডিও দেখে চোখ লাল হলো লজ্জায়