টি-২০ ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়েছিলেন কোহলী। এবার একদিনের ক্রিকেটের অধিনায়কত্বও ছাড়লেন। বিসিসিআই এবার বিরাট কোহলীর জায়গায় নতুন অধিনায়ক করলেন রোহিত শর্মাকে। তাই দক্ষিণ আফ্রিকার সফরে একদিনের সিরিজে অধিনায়ক হবেন রোহিত এবং পাশাপাশি টেস্ট দলেরও সহ-অধিনায়ক করা হয়েছে রোহিতকে।
রোহিতকে এই দায়িত্ব দেওয়ার পেছনে অনেকে মনে করছেন রোহিতের সফলতাকে। কারণ তিনি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সকে সফল ভাবে নেতৃত্ব দিয়ে গেছেন এবং পাঁচটি ট্রফিও জিতেছেন। কিন্তু কোহলীর নেতৃত্বতে থাকা দল এক বারও আইপিএল জেতেনি। তাই অনেকেই ভেবেছিলেন এমন একটা কিছু হতে চলেছে। আর তা বুধবার সরকারি ভাবে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হলো।
জানা যায়, নির্বাচকদল রোহিত এবং কোহলীর সাথে আলাদা ভাবে কথা বলেন, তারা দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন। রোহিতের কাছে সন্তোষজনক উত্তর পাওয়ায় বিচারকগণ বেছে নেন।