Nusrat-Mimi: শোকজ নোটিশ, নুসরাত-মিমিকে

Published By: Khabar India Online | Published On:

সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের নামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোকজ নোটিশ ইস্যু হয়েছে। শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা সংসদীয় বৈঠকে না থাকায় এ নোটিশটি দেওয়া হয়। সেই নোটিশে জানতে চাওয়া হয়েছে- দলীয় বৈঠকে তারা কেন অনুপস্থিত?

আরও পড়ুন -  বাবা অমিতাভ মিষ্টি বিতরণ করছেন, অপরদিকে অভিষেকও মিষ্টি বিতরণ করছেন, পরিবারে আনন্দের ঢেউ

অধিবেশনের আসন্ন দিনগুলিতে দলের গতিপ্রকৃতি কী হবে সেসব পরিকল্পনা করার উদ্দেশ্য ডাকা বৈঠকে অনুপস্থিত ছিলেন মিমি ও নুসরাত। জানা যায়, যারা বৈঠকে উপস্থিত ছিলেন না তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় নাম রয়েছে আছে দুই তারকা সাংসদের।

আরও পড়ুন -  Devlina Kumar: গৌরী দেবী ও মহানায়ক যে ভাবে মা লক্ষ্মীর আরাধনায় ব্রত থাকতেন ওই ভাবে হলো

এদিকে, মিমি এখন রাজস্থানে শুটিং করছেন। তাই তার পক্ষে দলের মিটিংয়ে যোগ দেওয়া সম্ভব হয়নি। আর নুসরাতের না থাকার বিষয়টি স্পষ্ট নয় কারও কাছেই।