Helicopter Crashes: প্রতিরক্ষা প্রধানকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

Published By: Khabar India Online | Published On:

 তামিলনাড়ু রাজ্যের কুন্নুরে বিধ্বস্ত হয়েছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। জঙ্গলে বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারে স্ত্রীসহ প্রতিরক্ষা-প্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ) বিপিন রাওয়াতও ছিলেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এ ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। নিহতদের বিস্তারিত পরিচয় এখনও জানানো হয়নি।

বুধবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কুন্নুরে গভীর জঙ্গলে বিধ্বস্ত হয় ভারতীয় সেনাবাহিনীর এমআই- ১৭ কপ্টারটি। বিধ্বস্ত হওয়ার পরই এতে আগুন লেগে যায়।

আরও পড়ুন -  Janhvi Kapoor: ঝড় তুললেন জাহ্নবী, জন্মদিনে ঘোষণা করে

ভারতের সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়, হেলিকপ্টারে সবমিলিয়ে ১৪ জন আরোহী ছিলেন।

ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চারজনকে হাসপাতালে নেয়া হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটার পর উদ্ধার অভিযান চলছে।

খবর পেয়েই প্রশাসনিক বৈঠক থামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বললেন, ‘সংবাদটা পেয়ে মনখারাপ হয়ে গেল। আরও কিছু আলোচনার ছিল। কিন্তু এত বড় দুঃসংবাদ এল!’ কতটা খারাপ লাগছে বলে বোঝাতে পারব না।’ এরপরই টুইট করেন তিনি। লেখেন, ‘কোন্নুর থেকে অত্যন্ত দুঃখজনক খবর এল। সারা দেশ আজ বিপিন রাওয়াত এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করছে। আহতদের সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।’  ছবি: এনডিটিভি