Bodyguard: নিরাপত্তায় সালমানের বডিগার্ড, ক্যাটরিনার বিয়ের জন্য

Published By: Khabar India Online | Published On:

 ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। অতি গোপনীয়তার সঙ্গে বিয়ে করছেন তারা। তবুও তাদের বিয়েতে নিরাপত্তার দায়িত্বে থাকছেন দেড় শতাধিক নিরাপত্তারক্ষী। সর্বশেষ চমক সালমান খানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরা ওরফে গুরমিত সিং।

আরও পড়ুন -  Weather Update: দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি, গভীর নিম্নচাপের আশঙ্কা, বন্যার সতর্কতা!

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভিকি-ক্যাটের বিয়ের নিরাপত্তায় থাকছেন সালমান খানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরা ওরফে গুরমিত সিং।

ক্যাটরিনা তার বিয়েতে কোনোরকম ঝামেলা চান না তাই নিরাপত্তায় কোনো কমতি রাখেন নি। দেড় শতাধিক নিরাপত্তারক্ষী রাখার পরও যেন স্বস্তি পাচ্ছেন না ক্যাট। তাই বলিউডের এ ‘সুপার ওয়েডিং’-এ নিজের ব্যক্তিগত দেহরক্ষী শেরাকে বিশেষ নিরাপত্তায় সেখানে যাওয়ার অনুমতি দিয়েছেন সালমান।

আরও পড়ুন -  পাতলা কোমর নাড়ালেন দেশি ভাবী লাল শাড়িতে ডিজে গানে, Viral Video ইন্টারনেটে

ভিকি-ক্যাটের বিয়েতে নিরাপত্তার দায়িত্বে সালমানের প্রিয় দেহরক্ষী শেরা থাকছেন, এটা প্রায় নিশ্চিত। ফলে এ বিয়েতে সালমান খান অংশ নিতে যেতে পারেন বলে জোর গুঞ্জন ছড়িয়েছে।

আরও পড়ুন -  তামান্না ভাটিয়া, ‘লাস্ট স্টোরিজ 2’-এর পর আরও সাহসী, ছবি রইল দেখুন