Bodyguard: নিরাপত্তায় সালমানের বডিগার্ড, ক্যাটরিনার বিয়ের জন্য

Published By: Khabar India Online | Published On:

 ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। অতি গোপনীয়তার সঙ্গে বিয়ে করছেন তারা। তবুও তাদের বিয়েতে নিরাপত্তার দায়িত্বে থাকছেন দেড় শতাধিক নিরাপত্তারক্ষী। সর্বশেষ চমক সালমান খানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরা ওরফে গুরমিত সিং।

আরও পড়ুন -  “হঠাৎ করে সবকিছু বেরিয়ে আসছে”, আবার উপস্ মোমেন্ট অভিনেত্রী Esha Gupta

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভিকি-ক্যাটের বিয়ের নিরাপত্তায় থাকছেন সালমান খানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরা ওরফে গুরমিত সিং।

ক্যাটরিনা তার বিয়েতে কোনোরকম ঝামেলা চান না তাই নিরাপত্তায় কোনো কমতি রাখেন নি। দেড় শতাধিক নিরাপত্তারক্ষী রাখার পরও যেন স্বস্তি পাচ্ছেন না ক্যাট। তাই বলিউডের এ ‘সুপার ওয়েডিং’-এ নিজের ব্যক্তিগত দেহরক্ষী শেরাকে বিশেষ নিরাপত্তায় সেখানে যাওয়ার অনুমতি দিয়েছেন সালমান।

আরও পড়ুন -  Mouni Roy: স্যুইমস্যুট পোশাক, আবার হাতে শাঁখা-পলা! বরফ কে গরম করলেন,মৌনি রায়

ভিকি-ক্যাটের বিয়েতে নিরাপত্তার দায়িত্বে সালমানের প্রিয় দেহরক্ষী শেরা থাকছেন, এটা প্রায় নিশ্চিত। ফলে এ বিয়েতে সালমান খান অংশ নিতে যেতে পারেন বলে জোর গুঞ্জন ছড়িয়েছে।

আরও পড়ুন -  Ganesh Chaturthi: গণেশ পুজো করলেন তৈমুর, ছবি শেয়ার হতেই কটাক্ষ নেটিজেনদের