Wicket: উইকেটের দেখা পেলেন খালেদ

Published By: Khabar India Online | Published On:

 অবশেষে দশম ওভার করতে এসে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের খাতা খুললেন খালেদ। সময়ের অন্যতম সেরা বাবর আজমকে শিকার করেই খুললেন খাতাটা।

খালেদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন পাকিস্তানি অধিনায়ক, সাজঘরে ফিরেছেন ব্যক্তিগত ৭৬ রানে।

আরও পড়ুন -  প্রথম বলে বোল্ড হওয়া ভালো

এখন পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৯৭ রান। দিনের দ্বিতীয় ওভারে আউট হয়েছে ৫৬ রান করা আজহার। উইকেটে এখন দুই নতুন ব্যাটার ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান।

ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে প্রায় ৮০ মিনিট পর সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হয়েছে আজকের খেলা। দিনের দশম বলেই আঘাত হেনেছেন এবাদত। উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়ে দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার আজহার আলিকে।

আরও পড়ুন -  Name Changed: অবাক রাকুল প্রীত, বদলে গেলো নাম

দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬৩.২ ওভারে ২ উইকেটে ১৮৮ রান। তৃতীয় দিন মাঠে গড়ায়নি একটি বলও। আজ খালেদের অসমাপ্ত ওভার দিয়ে শুরু হয় চতুর্থ দিনের খেলা। ওভারের বাকি থাকা চার বলে কোনো রান দেননি খালেদ।

আরও পড়ুন -  ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস কোর্সে কেন্দ্রীয় পুল থেকে কোভিড যোদ্ধাদের সন্তানদের বাছাই করার অনুমতি দিল স্বাস্থ্য মন্ত্রক