Killed In Trailer: ট্রেলারের ধাক্কায় মৃত্যু মোটর সাইকেল আরোহীর

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, সালানপুরঃ    আবারো রাতের অন্ধকারে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের।

গতকাল প্রায় রাত্রি সাড়ে দশটা নাগাদ আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালি পাথর গ্রামের বাসিন্দা প্রানেশ দাস(৪৫)।

সূত্র অনুসারে জানা যায় রূপনারায়ণপুর থেকে বাড়ি ফেরার সময় আল্লাডি মোড়ের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা(এন.এল ০১জি ১০৮২)ট্রেলারের পেছনে গিয়ে ধাক্কা মারেন প্রাণেশ দাস।এবং ঘটনাস্থলের তার মৃত্যু হয়।

আরও পড়ুন -  তৃণমূলের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে,ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূলের বিডিও অফিস ঘেরাও

স্থানীয় বাসিন্দা বক্তব্য ট্রেলার গাড়িটি আল্লাডি মোড় সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়েছিল।এবং সেই সময় রূপনারায়ণপুর দিক থেকে এসে প্রাণেশ দাস সেই ট্রেলার গাড়ির পেছনে ধাক্কা মারেন।

আরও পড়ুন -  এক ছাত্রীকে আগ্নেয় অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ, বিরোধী দলগুলি, তীব্র আক্রমণ করে পুলিশ প্রশাসন সহ রাজ্য সরকারকে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে প্রাণেশ বাবুর মৃত্যু হয়।এবং পুলিশ তাকে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেন।জানা গিয়েছে প্রাণেশ দাসের স্ত্রী আসামে চাকরি করেন পেশায় নার্স এবং তার পাঁচ বছরের এক কন্যাসন্তান রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন -  Movies: কোয়েল মল্লিক মা হতে চলেছেন, অভিনেতা পরমব্রতর সন্তানের !