Romantic Moment: রোমান্টিক মুহূর্তে মাহি স্বামীর সঙ্গে

Published By: Khabar India Online | Published On:

জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি জীবনে নানা চরাই উৎরাই পার করেছেন। জীবনে ভাঙনের মুখ দেখেছেন। নতুন সম্পর্কের খুঁটিতে ভর করে সেখান থেকে উঠে দাঁড়িয়েছেন। ব্যবসায়ী ও গাজীপুরে রাজনীতির সঙ্গে জড়িত রাকিব সরকারকে বিয়ে করে সংসার পেতেছেন। সুখের দেখা পেয়েছেন। গুছিয়ে নিয়েছেন পর্দার বাইরের ব্যক্তি জীবনটা।

আরও পড়ুন -  Alienation With Father-In-Law: পরকীয়া শ্বশুরের সঙ্গে, স্ত্রীকে হত্যা

বর্তমানে তিনি আছেন সৌদি আরব। উমরাহ হজ পালন করতে গিয়েছেন স্বামীর সঙ্গে। ৪ ডিসেম্বর কিছু ছবি পোস্ট করেছেন মাহি তার ফেসবুকে। সেখানে দেখা গেল সৌদি আরবের রাজপথে স্বামীর সঙ্গে রোমান্টিক সময় কাটাচ্ছেন নায়িকা।

আরও পড়ুন -  সাইবার অপরাধীরা টার্গেট করছে আধার ব্যবহারকারীদের-AADHAAR CARD FRURD

একদিকে রক্তিম আলো ছড়িয়ে দিনের কাছ থেকে বিদায় নিচ্ছে সূর্য, অন্যদিকে একগুচ্ছ ফুল হাতে তুলে দিয়ে মাহিকে একটা নতুন শুরুর পথে আহ্বান করছেন তার স্বামী। আছে আরও কিছু মুহূর্তের ছবি। তার ভক্তরাও ছবিগুলো বেশ উপভোগ করছেন। তা বোঝা গেল লাইক, শেয়ার আর মন্তব্যেগুলোর দিকে নজর দিয়ে।

আরও পড়ুন -  Weather: বর্ষার আগমন অবশেষে পশ্চিমবঙ্গে, পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে