Stolen Motorbikes: চোরাই মোটর বাইক সহ দুইজন পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদাঃ   চোরাই মোটর বাইক সহ দুইজন পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।

ধৃতরা হলেন কামাল হোসেন বয়স২২)বছর। বাড়ি ইংরেজবাজার থানার যদুপূর এলাকায় ও আরমান সেখ বয়স (২৩)বছর।বাড়ি গোপালগঞ্জের সাহাবাজপুরে।

আরও পড়ুন -  চালু হচ্ছে নতুন ৩ জোড়া ট্রেন, দিঘা যাওয়া আরও সহজ, জানুন সব কিছু তথ্য

ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানান বিগত কয়েক মাস আগে মালদা জেলার মেডিকেল কলেজ,জেলা আদালত সহ বিভিন্ন জায়গা থেকে এ ধরনের মোটর বাইকগুলি চুরি হয়ে যায়।

আরও পড়ুন -  পঞ্চব্যঞ্জন সাজিয়ে বাবাকে খাওয়ালেন, অভিনেত্রী শ্রুতি, বাবার জন্মদিনে

এরপর পুলিশ সুপার অলোক রাজোরিয়া নির্দেশ মতো আমরা তদন্তে নেমে প্রথমে ইংরেজবাজার থানা এলাকা থেকে কামাল হোসেনকে গ্রেপ্তার করি। তার মাধ্যমেই গোলামগঞ্জের শাহবাজপুর এলাকা থেকে আরমান শেখ কে গ্রেপ্তার করে।

আরও পড়ুন -  Malda Medical College: হাসপাতালের আউটডোর থেকে, এক রোগীর সোনার কানের সহ টাকার ব্যাগ চুরি

সেখান থেকেই এই আটটি মোটরবাইক উদ্ধার করি। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।