Storm: ছবি ঝড় তুলেছে নেট দুনিয়ায়, উর্ফির

Published By: Khabar India Online | Published On:

 বারবার বিতর্কের মুখে পড়েন উর্ফি জাভেদ। কখনও শুধুমাত্র বিকিনি পরেই হাজির হন এয়াপোর্টে কখনও আবার ট্রান্সপারেন্ট টপ পরে পৌঁছে যান ইভেন্টে। এবার আবারও পোশাক নিয়ে খবরের শিরোনামে উর্ফি।

আরও পড়ুন -  Urfi Javed: ‘একদিন কোনো পোশাক পরব না’ উর্ফি

শুক্রবার একটি ইভেন্টে একটি কাট আউট টপ পরে হাজির হন উর্ফি। সেই টপে শরীরে প্রায় বেশিরভাগ অংশই আবরণমুক্ত।

উর্ফির এই ছবিই ঝড় তুলেছে ইন্টারনেটে। তবে এবারও নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন এই মডেল অভিনেত্রী।
কোনও নেটিজেন লিখেছেন, ‘একে কেউ জামা কাপড় কিনে দিন’, অন্য একজন লিখেছেন, ‘নির্লজ্জ’, কেউ আবার লিখেছেন, ‘শুধু চাদর কে পরে?’

আরও পড়ুন -  শরীর শুধু এক সাইট ঢাকা, তারপর ক্যামেরার কাছে দাঁড়ালেন, অভিনেত্রী উরফি জাভেদ
ছবি: জি নিউজ

ইভেন্টে যাওয়ার আগে রাস্তায় পাপারাৎজিদের লেন্সবন্দি হন উর্ফি। সেখানেই ঘটে বিপত্তি। একটু হেলতেই সরে যায় শরীরের আবরণ। মুখে হাসি বজায় রেখেই হাত দিয়ে পরিস্থিতি সামাল দেন অভিনেত্রী। সূত্র: জি নিউজ

আরও পড়ুন -  Durga Pujo: বেহালা অঞ্চলে দুর্গা পুজো