Surprise: ‘ফর-এভার’: প্রিয়াঙ্কাকে দারুণ সারপ্রাইজ, নিকের

Published By: Khabar India Online | Published On:

 প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে কেবলই লোকদেখানো; টিকবে না বেশি দিন। কিন্তু নিন্দুকদের মুখ বন্ধ করে তারা দুজনেই পরস্পরের হাতটা সবসময় শক্ত করে ধরে থেকেছেন।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

এক বছর ধরে কর্মসূত্রে লন্ডনের বাসিন্দা প্রিয়াঙ্কা। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের বাড়িতে একাই সময় কাটছে নিকের। তবুও সাত সমুদ্রের ব্যবধানও ফাঁটল ধরাতে পারেনি নিক-প্রিয়াঙ্কার মজবুত দাম্পত্যে।

আরও পড়ুন -  Monami Ghosh: ট্যাঙ্ক টপ-শর্টসে আইসক্রিম খেতে ব্যস্ত মনামী গরম থেকে রেহাই পেতে, দেখা মাত্র গলে জল নেটিভক্তরা

একসঙ্গে পথচলার তিন বছর পার করে ফেললেন এ জুটি। বিয়ের বর্ষপূর্তিটা বউয়ের জন্য খাস করে তুললেন নিক।

চলতি বছর লন্ডনে বিবাহবার্ষিকী সেলিব্রেট করছেন নিক-প্রিয়াঙ্কা জুটি। রোম্যান্টিক ক্যান্ডেললাইট ডিনারের মাধ্যমেই এ দিনটা উদযাপন করছেন তারা।

আরও পড়ুন -  Sonali Chakraborty: অভিনেত্রী সোনালি চক্রবর্তী চলে গেলেন, শংকর -কে রেখে

অনুরাগীদের জন্য সেই সেলিব্রেশনের ঝলকও শেয়ার করেছেন তারকা দম্পতি। দেখা গেল গোটা ঘর মোমবাতির আলোয় ঝলমলে, গোলাপের পাপড়ি ছড়িয়ে রয়েছে সর্বত্র।
ডিনারে টেবিলের সামনে বসে রয়েছেন প্রিয়াঙ্কা, তার পিছনে বড় বড় হরফে লেখা রয়েছে- ‘ফর এভার’। প্রিয়াঙ্কার সঙ্গে তার এই সঙ্গে চিরকালের, আজীবনের তা স্পষ্ট বুঝিয়ে দিলেন নিক। সূত্র: হিন্দুস্তান টাইমস।

আরও পড়ুন -  বাবার কোলে কি সুন্দর ভাবে চেয়ে আছে ছোট্ট ইউভান, মাকে ছাড়া