World AIDS Day: বিশ্ব এইডস দিবস উপলক্ষে, লোকশিল্পীদের মাধ্যমে সচেতনতা প্রচার

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা, ১লা ডিসেম্বরঃ   বুধবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে লোকশিল্পীদের মাধ্যমে সচেতনতা প্রচার চালানো স্বাস্থ্য দপ্তর। এদিন সকালে মালদা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় লোকো শিল্পীদের গানের মাধ্যমে এইডস্ সচেতনতা সম্পর্কিত বিষয় নিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।

আরও পড়ুন -  চীন গাড়ি উৎপাদন ও রপ্তানি রেকর্ড ছুঁয়েছে

এদিন মুর্শিদাবাদের লালগোলা এলাকার লোকো শিল্পীদের দল স্বাস্থ্য দফতরের উদ্যোগে মালদা মেডিকেল কলেজের সামনে এইডস প্রতিরোধ সম্পর্কে সচেতনতা মূলক বিষয় তুলে ধরেন । গানের মাধ্যমে মেডিকেল কলেজে রোগীর আত্মীয় থেকে সাধারণ মানুষকে বোঝানো হয় যে, এই মারণব্যাধি কোন ছোঁয়াচে নয়। কিভাবে এই রোগ দেহে পৌঁছায় এবং এর প্রতিরোধ ব্যবস্থা কি রয়েছে।

আরও পড়ুন -  ধনে পাতার চিংড়ি রেসিপি

এদিন এক লোকো শিল্পী সাইদুর রহমান জানিয়েছেন , রাজ্য সরকারের উদ্যোগে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের কাছে এইডস সম্পর্কে সচেতন করছি। গানের মাধ্যমেই মানুষের কাছে এই মরণব্যাধির বিষয়ে সচেতনতা মূলক প্রচার তুলে ধরা হচ্ছে।