Democratic Way: কলেজ গুলীতে নির্বাচন হয়, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই করবো, তৃনাঙ্কুর ভট্টাচার্য

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, চাঁচল, ৩০শে  নভেম্বরঃ   আগামীতে যদি কলেজ গুলীতে ছাত্রসংসদের নির্বাচন হয় তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই করবো।

গোটা রাজ্যগুলিতেই গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচনহবে যদি কোনো বিরোধী দল অভিযোগ করে তারা মনোনয়ন পত্র দাখিলকরতে পারেননি তাহলে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা তার মনোনয়ন পত্র দাখিলকরার দায়িত্বনিবেন।

আরও পড়ুন -  Tesla Shares: এলন মাস্ক, টেসলার ৪০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন

এদিন চাঁচল কলেজে পরিদর্শনে এসে এমনটাই জানালেন রাজ্যের নবনিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য।তৃণমূল রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পরেই উত্তরবঙ্গ সফরে বেরিয়ে পড়েছেন তৃনাঙ্কুর ভট্টাচার্য।

এদিন মালদহের চাঁচল কলেজে এসে তৃণূলের ছাত্র পরিষদের কর্মীদের নিয়ে একটি সৌজন্য সাক্ষাৎ কার করেন তিনি।

আরও পড়ুন -  খেলো ইন্ডিয়া রাজ্যস্তরীয় উৎকর্ষ কেন্দ্রে উন্নতিসাধনের জন্য আরও সাতটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ক্রীড়াকেন্দ্রগুলিকে চিহ্নিত করা হয়েছে

পাশাপশি আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে ছাত্রদের পাশাপশি ছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিন তৃণমূল রাজ্য সভাপতিকে পাশে পেয়ে ফুলের তোড়া শীতের শল দিয়ে সম্বর্ধনা প্রদান করেন চাঁচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। পাশাপশি এদিন কলেজের পরিকাঠামো নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এর সাথে আলোচনা করে তিনি। এদিন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য এর সাথে উপস্থিত ছিলেন মালদা জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়।

আরও পড়ুন -  দ্বিতীয় দফার ভোট