করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে দেশটিতে চলতি সপ্তাহে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে সোমবার শীর্ষস্থানীয় এক ভাইরাসবিদ সতর্ক করেছেন।
এনবিসি নিউজ জানায়, দক্ষিণ আফ্রিকার যে প্রদেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে, সেখানে কোভিডে আক্রান্ত লোকজনের হাসপাতালে ভর্তির হার দ্রুত বাড়ছে।
দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট ফর কমিউনিক্যাবল ডিজিজ (এনআইসিডি) এর তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুর তুলনায় দক্ষিণ আফ্রিকায় হাসপাতালে ভর্তি ৬৩ শতাংশ বেড়েছে।
সবচেয়ে বেশি বেড়েছে গাওটেঙ প্রদেশে। এর প্রদেশেই দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহান্সবার্গ অবস্থিত। সেখানে চলতি মাসের শুরুর তুলনায় কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার ৪০০ শতাংশ বেড়েছে।
ব্রিটেনের ডেইলি মেইল অনলাইন জানায়, গাওটেঙ প্রদেশে চলতি সপ্তাহে ৫৮০ জন করোনা আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই সপ্তাহ আগে এ সংখ্যা ছিল ১৩৫।
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য পর্যবেক্ষকদের বলেন বিবিসি জানায়, রবিবার ২ হাজার ৮০০-এর বেশি লোকের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়, যা আগের সপ্তাহে গড়ে ছিল ৫০০। এর আগের সপ্তাহে দেশটিতে গড়ে ২৭৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞাপ্তিতে ড. সেলিম আবদুল করিম বলেন, ‘আমরা সংক্রমণ তীব্র হওয়ার আশংকা করছি। সপ্তাহান্তে দৈনিক সংক্রমণ সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।’
এই পরিস্থিতির মধ্যে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরাও তীব্র সংক্রামক করোনার নতুন ধরনের ঘোষণা দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জো ফালা বলেছেন, একেবারেই আতংকিত হওয়ার কিছু নেই।
গত ডিসেম্বরের বেটা ধরনের উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আগেও এ ধরনের সংক্রমণ দেখেছি।’ প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ২৯ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮৯ হাজার ৭৯৭ জন। প্রতীকী ছবি