Bike Accident: বাইক দুর্ঘটনায় ছেলে সহ, শেন ওয়ার্ন আহত

Published By: Khabar India Online | Published On:

ছেলেকে সঙ্গে নিয়ে বাইকে করে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েছেন অজি স্পিনার শেন ওয়ার্ন। সোমবার আনন্দবাজার অনলাইন জানায়, তিনি বাইক থেকে ছিটকে পড়ে যান প্রায় ১৫ মিটার দূরে। তবে চোট গুরুতর নয় বলেই জানা গেছে।

আরও পড়ুন -  সিনিয়র সিটিজেনের অ্যাকাউন্টে আসবে টাকা প্রতি মাসে, শুধু এই কাজ করে নিতে হবে

৫২ বছরের এ ক্রিকেটার দুর্ঘটনার পর নিজেই হাসপাতালে যান। ওয়ার্নের মনে হয়েছিল পা এবং কোমরে বড় আঘাত পেয়েছেন। যদিও অস্ট্রেলিয়ার এক সংবাদ মাধ্যমকে ওয়ার্ন বলেন, ‘বেশ কয়েক জায়গায় কেটে গেছে, একটু ব্যথা রয়েছে।’

আরও পড়ুন -  Bus Accident: বাস উল্টে নিহত ৫, বিয়েবাড়ি থেকে ফেরার পথে

খুব বেশি চোট না পেলেও পরদিন সকালে ব্যথা রয়েছে বলেই জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার।

৮ ডিসেম্বর থেকে ব্রিসবেনের গব্বায় শুরু হচ্ছে অ্যাশেজ। সেই প্রতিযোগিতায় ধারাভাষ্য দেয়ার কথা ওয়ার্নের। সেই দায়িত্ব তিনি পালন করবেন বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন -  Crematorium: পথ দুর্ঘটনায় নিহত ১৭, শ্মশানে যাওয়ার পথে

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি টেস্ট খেলেছেন ওয়ার্ন। ৭০৮টি উইকেট রয়েছে তার ঝুলিতে। ১৯৪টি আন্তর্জাতিক এক দিনের ম্যাচও খেলেছেন এই স্পিনার। নিয়েছেন ২৯৩টি উইকেট।