Life Partner: বান্টিকে জীবনসাথী করতে চলেছেন, সোনাক্ষী সিনহা !

Published By: Khabar India Online | Published On:

 এখন বিয়ের ধুম চলছে বলিউড পাড়ায়।  রাজকুমার রাও-পত্রলেখা এবং আদিত্য সিল-আনুষ্কা রঞ্জনের বিয়ের পর, অনুরাগীরা অধীরে অপেক্ষা করে আছেন কবে গাঁটছড়া বাঁধবেন ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল আর আলিয়া ভাট-রণবীর কাপুর।

আরও পড়ুন -  দোল উৎসব

এরমধ্যেই খবর জানা গেলো, শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘দাবাং’ খ্যাত সোনাক্ষী সিনহাও।  হিন্দুস্তান টাইমসের খবর, পুরনো প্রেমিকের সাথেই এবার গাঁটছড়া বাঁধতে রাজি হয়েছেন ‘দাবাং’ অভিনেত্রী।

আরও পড়ুন -  Soumitrisha Kundu: ওয়েস্টার্ন লুকে মিঠাইরানি, পুজোর আগেই, ভক্তমহল মুগ্ধ

সূত্রের খবর, বয়ফ্রেন্ড ও সেলেব্রেটি ম্যানেজার বান্টি সাজদেহকে বিয়ে করতে মত দিয়েছেন সোনাক্ষী!

২০১২ সাল থেকে বান্টির সাথে সম্পর্কে আছেন সোনাক্ষী। তবে, নিজেদের মুখে সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই। কিন্তু বলিউডের বিভিন্ন পার্টিতে একসাথে হাজির হতে দেখা যায় তাদের।

আরও পড়ুন -  Neha Malik: নেহা মালিক মোহনীয় স্টাইলে সুইমস্যুটে, ভক্তরা দীর্ঘশ্বাস ছাড়লেন ছবি দেখে

জানা গিয়েছে, মেয়ের জন্য আদর্শ পাত্র হিসেবে বান্টিকে সোনাক্ষীর পরিবারও বেশ পছন্দ করেন।