Twin Bodies: জোড়া মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদাঃ    ইংরেজবাজারের এয়ারপোর্ট এলাকায়। মঙ্গলবার সকালে এক যুবক ও যুবতীর দেহ উদ্ধার হয় এয়ারপোর্ট চত্বরের মাঠে।

মৃত যুবকের নাম রনি দাস (২২)। তিনি ইংরেজবাজারের বাগবাড়ির দুর্গাপল্লীর বাসিন্দা। যুবতীর নাম শাম্বিকা রায় (১৮)। তিনি ইংরেজবাজারের তেলিপুকুর এলাকার বাসিন্দা। এদিন সকালে প্রাতঃভ্রমণ করার সময় জোড়া মৃতদেহ নজরে আসে বাসিন্দাদের। মৃতদেহে আঘাত ও রক্তের দাগ ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুন -  বহু ইতিহাসের সাক্ষী, দেব সরকার বাড়ির দুর্গাপুজো

মৃতদেহ দুটির পাশেই পড়েছিল ওই যুবকের বাইক। যুবকের পরিবারের অনুমান, খুন করা হয়েছে দু’জনকে। মৃত যুবক স্থানীয় আইটিআই কলেজে পাঠরত ছিলেন বলে জানা গেছে। গত কাল থেকেই সে নিখোঁজ ছিল বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। ডেপুটি পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ বাহিনী।

আরও পড়ুন -  Venezuela Gold Mine: স্বর্ণখনিতে ১২ জনের মৃত্যু শ্বাসরুদ্ধ হয়ে, ভেনেজুয়েলায়