Winter: শীতের আমেজ অনুভব করতে শুরু করেছে পুরো বঙ্গবাসী

Published By: Khabar India Online | Published On:

 শীতের আমেজ অনুভব করতে শুরু করেছে পুরো বঙ্গবাসী৷ ইতিমধ্যে জাঁকিয়ে শীতের জন্য প্রস্তুতি বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে এরই মধ্যে রয়েছে ফের নিম্নচাপের পূর্বাভাস। একদিকে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি বৃহস্পতিবার দক্ষিণ অন্ধপ্রদেশ উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। অন্য আরো একটি নিম্নচাপ পূর্ব-মধ্য আরব সাগরের কর্ণাটক উপকূলে অবস্থান করছে।

 এই নিম্নচাপের অক্ষরেখা রয়েছে কর্নাটকের উপকূলে এলাকা থেকে। এই এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা কোঙ্কন পর্যন্ত বিস্তৃত যা মহারাষ্ট্র গোয়ার উপর বয়ে গেছে। অন্য অক্ষরেখাটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।ব ঙ্গোপসাগরে নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ তামিলনাডু উপকূলের দিকে এগিয়ে আসছে। এর ফলে সপ্তাহ শেষে আরও একবার পূবালী হাওয়ার প্রভাব বাড়বে।

আরও পড়ুন -  Weather Report: ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে, আবহাওয়ার পূর্বাভাস

বুধবার থেকে ফের কুড়ি ডিগ্রির নীচে রাতের তাপমাত্রা হবে কলকাতায় । আবারো ছয় দিন পর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামবে। উত্তুরে হাওয়া বইতেই রাজ্যে ফিরল শীতের আমেজ। আবহবিদরা বলছেন, আরো তিন চার দিন মনোরম পরিবেশ থাকবে বাংলায়।পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আরও পড়ুন -  Prashant Kishore: প্রশান্ত কিশোরের মন্তব্যের ভুল ব্যাখা করা হচ্ছে, ব্যাখা দিলেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়

কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা আছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা আছে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা এবং রাতের দিকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে। এই দুই নিম্নচাপ কিছুটা সক্রিয় হলে, এর পরোক্ষ প্রভাব পড়তে পারে বাংলায়।

আরও পড়ুন -  পাথর ছুড়ে, কাঁচ ভাঙল Vande Bharat ট্রেনে, পশ্চিমবঙ্গে আবার, রেল প্রশাসনের তদন্তের নির্দেশ