Kalipahari Accident Died: কালিপাহাড়ির দুর্ঘটনায় আহত 2 জনের আসানসোল জেলা হাসপাতালে মৃত্যু

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ  কালিপাহাড়িতে দুর্ঘটনায় আহত দুই জনের আসানসোল জেলা হাসপাতালে মৃত্যু হলো।

শনিবার এই পথ দুর্ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে এদিন আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়ি মোড়ে দুটি অটোর মধ্যে সংঘর্ষের পর একটি অটো উল্টে যায়।

আরও পড়ুন -  IPL 2023: চোট পেলেন নিতিশ কুমার রানা, শ্রেয়াস আইয়ারের পর, KKR শিবির দুঃস্বপ্নের মধ্যে

এরপর সামনের দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোকে ধাক্কা মারলে অটো চালক সহ এক যাত্রী গুরুতর আহত হয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌচ্ছে আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষনা করে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।মৃত অটো চালকের নাম রঞ্জিত মন্ডল।তবে মৃত যাত্রীর এখনও পরিচয় পাওয়া যায়নি।ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন -  পঞ্চদশ অর্থ কমিশন পূবর্বর্তী অর্থ চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেছেন