বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় উপরের দিকেই অবস্থান করছে ভারতের রাজধানী। দূষিত শহরের তালিকায় ভারতের দিল্লি, কলকাতা আর পাকিস্তানের লাহোরের পাশাপাশি আছে সোফিয়া,জাগ্রোভ।
শীত মৌসুম শুরু হওয়ার আগেই দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে।
বায়ুদূষণ ঘিরে বরাবর শোরগোল থাকে রাজধানী দিল্লিকে ঘিরে। শুধু দিল্লি নয়, ভারতের একাধিক শহরে বায়ুর মান এক্কেবারে ভালো নয়। শীতের আগে এবার সেই রিপোর্ট উঠে এলে সুইজারল্যান্ডের জলবায়ু সংক্রান্ত গোষ্ঠী ‘আইকিউ এয়ার’-এর পরিসংখ্যানে। এই গোষ্ঠী রাষ্ট্রসংঘের পরিবেশ সংক্রান্ত কর্মসূচির সহযোগী। সেই গোষ্ঠীর বায়ুর মান ও দূষণের মাত্রা ‘ট্র্যাকিং’ পরিষেবা অনুযায়ী, বিশ্বের সবথেকে দূষিত ১০ শহরের মধ্যে আছে ভারতের তিনটি শহর। দেখে নিন কোন কোন শহর সেই তালিকায় আছে।
১.দিল্লি (ভারত) – গড় বায়ুদূষণের সূচক ৫৫৬।
২.লাহোর (পাকিস্তান) -গড় বায়ুদূষণের সূচক ৩৫৪।
৩.সোফিয়া (বুলগেরিয়া) – গড় বায়ুদূষণের সূচক ১৭৮।
৪.জাগ্রেভ, ক্রোয়েশিয়া গড় বায়ুদূষণের সূচক ১৭৩।
৫.মুম্বই (ভারত)- গড় বায়ুদূষণের সূচক ১৬৯।
৬.বেলগ্রেড(সার্বিয়া) -গড় বায়ুদূষণের সূচক ১৬৫।
৭.চেংদু (চিন) -গড় বায়ুদূষণের সূচক ১৬৫।
৮.স্কোপিয়ে (নর্থ ম্যাসেডোনিয়া) গড় বায়ুদূষণের সূচক ১৬৪।
৯.ক্র্যাকো (পোল্যান্ড)- গড় বায়ুদূষণের সূচক ১৬০)।