Brown Sugar: 281 গ্রাম ব্রাউন সুগার সহ তিন জনকে গ্রেপ্তার

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা:  মালদা শহরে নাকা চেকিং করার সময় রথবাড়ি থেকে ব্রাউন সুগার সহ তিন জনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের শুক্রবার মালদা জেলা আদালতে তোলা হয়েছে।

আরও পড়ুন -  বিকিনি পরে ছবি পোস্ট করলেন অভিনেত্রী পূজা ব্যানার্জি, এখন কলকাতায় আছেন

পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল লাক্সমান সাহা, বাড়ি মালদা শহরের আই টি আই মোড়, অভি চক্রবর্তী বাড়ি মালদা শহরের মালঞ্চ পল্লী এবং অর্জুন দাস বাড়ি শহরের দক্ষিণ কৃষ্ণ পল্লী। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে 281 গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজারমূল্য লক্ষাধিক টাকা। জানা যায় বৃহস্পতিবার রাত্রে নাকা চেকিং করার সময় রথবাড়ি ফাঁড়ির ওসি ঋত্বিক সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে এই সাফল্য মিলে। পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন -  এবার নজর কাড়লেন উরফি জাভেদের বোন, সিজলিং বেলি ডান্স করে, ভাইরাল ভিডিও