শীত আসতেই বেড়েছে সর্দি-কাশির প্রকোপ। এই সময় ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ বেড়ে যায়। ছোট-বড় সবার মধ্যেই সর্দি-কাশির সমস্যা দেখা দেয় শীতে।
এই সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর সব খাবার খাওয়া জরুরি। বিশেষ করে সর্দি-কাশি হলে আমরা সবাই কমবেশি আদা চা খেয়ে থাকি। যা সত্যিই দুর্দান্ত কার্যকরী।
সবার রান্নাঘরেই আদা থাকে। এই সামান্য উপাদান দিয়েই সর্দি-কাশি থেকে মুক্তি মেলে। অবিশ্বাস্য হলেও সত্যিই আদায় আছে ওষুধি গুণ।
আদায় আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। যা দ্রুত গলা ব্যথা উপশম করে। আদা চা খেলে কিংবা মুখে এক টুকরো আদা রাখলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার খুসখুসে কাশি কিংবা গলা ব্যথা সেরে যাবে।
এ ছাড়াও এক টুকরো আদা কুচি করে এক কাপ জলেতে ফুটিয়ে নিন ৫ মিনিট। এরপর আদা ছেঁকে গরম জল পান করুন।
সর্দি-কাশি সেরে না যাওয়া পর্যন্ত দৈনিক তিনবেলা এই পানীয় পান করুন। স্বাদ বাড়াতে এক চামচ মধু যোগ করতে পারেন।
যদি আদা চা খেতে চান, তাহলে আদা কুচি ও জল ফুটিয়ে তার মধ্যে সামান্য চা মিশিয়ে পান করুন। এই চা শুধু ঠান্ডার চিকিৎসাই করে না বরং বমি বমি ভাবও দূর করে। একইসঙ্গে প্রদাহ ও শ্বাসকষ্ট কমায়।
শরীরের রক্ত সঞ্চালন উন্নত করতেও সাহায্য করে আদা চা। তাই শীতকালীন সর্দি-কাশি এড়াতে দৈনিক এক কাপ হলেও আদা চা পান করুন।
সূত্র: ফেমিনা