President: ছট পুজোর প্রাক্কালে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

Published By: Khabar India Online | Published On:

রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ ছট পুজোর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “ছট পুজোর উপলক্ষে আমি দেশে ও বিদেশে বসবাসরত আমাদের সকল নাগরিকদের ঊষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাই।

আরও পড়ুন -  দেশে আনলক শুরু হওয়ায় জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রাখার আহ্বান জানালেন শ্রী ধর্মেন্দ্র প্রধান

ছট পুজো দেশের অন্যতম প্রাচীণ উৎসব। অস্তগামী সূর্যকে ‘অর্ঘ্য’ নিবেদনের মধ্যে এর তাৎপর্য নিহিত। ভক্তরা এদিন দিনের বেলায় কঠোর উপবাস পালনের পর উৎসবের সমাপ্তিতে নদী ও পুকুরের জলে পবিত্র স্নান করেন। এই উৎসব সূর্য দেবতা ও প্রকৃতির সঙ্গে যুক্ত। প্রকৃতির সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্ককে এই উৎসব আরও দৃঢ় করে তুলুক, যা পরিবেশ রক্ষায় সাহায্য করবে”। সূত্রঃ পিআইবি

আরও পড়ুন -  Mallikarjun Kharge: মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের নতুন সভাপতি হলেন