রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ ছট পুজোর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “ছট পুজোর উপলক্ষে আমি দেশে ও বিদেশে বসবাসরত আমাদের সকল নাগরিকদের ঊষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাই।
ছট পুজো দেশের অন্যতম প্রাচীণ উৎসব। অস্তগামী সূর্যকে ‘অর্ঘ্য’ নিবেদনের মধ্যে এর তাৎপর্য নিহিত। ভক্তরা এদিন দিনের বেলায় কঠোর উপবাস পালনের পর উৎসবের সমাপ্তিতে নদী ও পুকুরের জলে পবিত্র স্নান করেন। এই উৎসব সূর্য দেবতা ও প্রকৃতির সঙ্গে যুক্ত। প্রকৃতির সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্ককে এই উৎসব আরও দৃঢ় করে তুলুক, যা পরিবেশ রক্ষায় সাহায্য করবে”। সূত্রঃ পিআইবি