Message: ফুটপাত দখল কারিদের বার্তা দিলেন পৌরনিগম

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   এবার আসানসোলের বরাকর বাজার এলাকায় রাস্তার উপর অবৈধ ফুটপাত দখল দারিদের উদ্দেশ্যে করা বার্তা দেয়া হলো।

পৌরনিগমের পক্ষ থেকে পুরো নিগমের তরফ থেকে সোমবার ব্যবসায়ীদের জানানো হয়েছে।

আরও পড়ুন -  Hugs: প্রতিদিন পর্যাপ্ত আলিঙ্গন করছেন? যদি উত্তর হয় ‘না’

যারা এইরকম অবৈধভাবে রাস্তা দখল করেছেন আগামী রবিবার অবদি তাদের সময় দেয়া হলো।

তারা যেন নিজেদের ব্যবসার প্রসার সরিয়ে নেন না হলে রবিবার মধ্যরাত্রে থেকে এই ফুটপাত দখল উচ্ছেদ এর কাজ শুরু করা হবে।

আরও পড়ুন -  বন্যা ও ভূমিধসে ৩৩ জনের মৃত্যু, বিভিন্ন রাজ্যে

পুরো নিগমের পক্ষ থেকে অন্যদিকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় মানুষেরা