সত্যজিৎ চক্রবর্তী, বালিগঞ্জ, কলকাতা: ৫ই নভেম্বর শুক্রবার, ছাত্রাবস্থা থেকেই ভারত সেবাশ্রম সঙ্ঘের সঙ্গে ওতপ্রত ভাবে জড়িয়ে ছিলেন প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
বন্যা খরা বা যা কোনো ধরনের দুর্যোগে মানুষের পাসে দাঁড়াতে সঙ্ঘের সন্নাসীদের সঙ্গে সেবা কাজে ঝাঁপিয়ে পড়তেন তিনি।
সুব্রত বাবুর চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে সঙ্ঘের সন্নাসী ও স্বেচ্ছাসেবকদের মধ্যেও। সঙ্ঘের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানাতে কলকাতার রবিন্দ্র সদনে সকাল ১১ টা নাগাদ উপস্থিত হন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ সহ অন্যান্য সন্নাসীরা।
স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, সুব্রত বাবু সঙ্ঘের যে কোনো কাজে সব সময় পাসে থাকতেন। তাই চলে যাওয়ায় অনেক ক্ষতি হয়ে গেল।