রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির প্রয়াত। রাত ৯টা ২২ মিনিটে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাড়ির কালীপুজো ছেড়ে এসএসকেএম হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উপস্থিত হন রাজ্যের অন্যান্য নেতা-মন্ত্রীরাও।
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সুব্রতবাবু। ধমনীতে স্টেন্ট বসানো হয়। স্টেন্ট বসানোর পরেই অবস্থার অবনতি হতে শুরু করে।
কালীপুজোর রাতেই চলে গেলেন। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী বললেন, “জীবনে অনেক ঝড়ঝাপটা এসেছে, কিন্তু আজকের মতো নয়। আলোর দিনে এত বড় অন্ধকার দেখিনি।” প্রিয়রঞ্জন দাসমুন্সির স্নেহধন্য এবং সোমেন মিত্রের সতীর্থ চলে গেলেন। বাংলার রাজনীতিতে বিশাল ক্ষতি হলো।