Kali Pujo 2021: রায় পরিবারের মা কালীপূজো

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ  আজ দীপান্বিতা কালীপুজো।

অশুভ শক্তির বিনাশ ঘটে শুভশক্তির সূচনা হয়।

আজকের দিনে৷ সকাল থেকেই বিভিন্ন মন্দির ও বাড়িতে মঙ্গলারতি দিয়ে শ্যামা পূজার আরাধনা শুরু হয়ে গেছে।

আরও পড়ুন -  অর্থনৈতিক সংকট দূর করতে গণেশ পুজো করুন, গনেশ চতুর্থীর দিনে

পূর্ব বর্ধমানের কাটোয়া, আটুপাড়া রায় পরিবারের মা কালীপূজো হচ্ছে।

সমস্ত আচার মেনে এই পূজ্য হয়ে আসছে। ৪৭ তম বর্ষ পর্দাপন করল।

আরও পড়ুন -  Four Firearms: চারটি আগ্নেয়াস্ত্র ও 34 রাউন্ড কার্তুজ সহ দুইজন দুষ্কৃতীকে গ্রেফতার