Sohini Sarkar: হালকা শীতের শুরুতে ঝড় তুললেন অভিনেত্রী সোহিনী

Published By: Khabar India Online | Published On:

সুইমিং পুলে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছেন টলি অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)।  এমনিতেই অভিনেত্রীরা প্রায় সময় বিকিনি মুডে হাজির হন ক্যামেরার সামনে। টলিউড ইন্ডাস্ট্রি এখন অনেকটা গ্ল্যামারাস ও সাহসী হয়ে উঠেছে, যেখানে কিছু বছর আগের ইন্ডাস্ট্রির সঙ্গে এখনকার সংস্কৃতির কোনো মিল নেই। তাই, নতুনকে আপন করে নিয়ে, এই মিষ্টি হেমন্তের সূচনাতে বিকিনি মুডে উষ্ণতার পারদ চড়ানো কোনো নতুন ঘটনা নয়। ব্যাপারটা হল যিনি পোশাকটির সঙ্গে বন্ধুত্ব করছেন তাকে দেখতে কেমন লাগছে। এমনিতেই সোহিনী দীর্ঘাঙ্গী, সুন্দরী এবং মেদহীন। তাই, এদিন অভিনেত্রীর এমন রামধনু বিকিনিতে মোহময়ী হয়ে ওঠা অস্বাভাবিক নয়। এদিন, তিনি যেই তাপ ছড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায় তাতে করে অনুরাগীদের চোখে তিনি এখন ‘আগুনের পাখি’।

আরও পড়ুন -  কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু দেশের নাগরিকদের মধ্যে শারীরিক সুস্থতার বিষয়ে উৎসাহদানে ফিট ইন্ডিয়া যুব ক্লাব নামে আরও একটি উদ্যোগের সূচনা করেছেন

খড়দহ থেকে কলকাতা এসেছিলেন সোহিনী। রাজপথ, ওগো বধূ সুন্দরী, অদ্বিতীয়া, ভুমিকন্যা দিয়ে একের পর এক ধারাবাহিকে কাজ করেন। শুধু ধারাবাহিক নয়, বাংলা চলচ্চিত্রেও পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। ফড়িং, ওপেন টি বায়োস্কোপ, রাজকাহিনী, দূর্গাসহায়, ক্রিসক্রস, ভিঞ্চি দা, বিবাহ অভিযানের মতন বেশ কিছু সিনেমায় সোহিনী তার দক্ষতার পরিচয় দিয়েছেন।

আরও পড়ুন -  First Christmas: ভাইরাল রোমান্টিক ছবি ! ভিক্যাট`র প্রথম ক্রিসমাস

অন্যান্য তারকাদের মতন সোহিনী সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই তিনি বিভিন্ন মুডের ছবি পোস্ট করেন। ঘুরতে যে তিনি বেশ পছন্দ করেন তা তার পোস্ট দেখেই বোঝা যায়। প্রায় সময় ঘুরতে যাওয়ার ছবি দিয়ে থাকেন তিনি। এমনকি তার বাড়িতে অনেক পোষ্য আছে, যাদের সঙ্গেও তিনি বিভিন্ন সময় ছবি শেয়ার করেন।

 

View this post on Instagram

 

A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)

সোহিনী তার কর্ম জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেন। ইন্ডাস্ট্রির কালো ছায়ার মুখোমুখি হয়েছিলেন তিনি একবার, কিন্তু সেই সময় সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্ত ছিল না তাই এই সময় এসে নাম না করেই কাস্টিং কাউচ সংক্রান্ত ঘৃণ্য অভিজ্ঞতা পেশ করেন।

আরও পড়ুন -  Stone Quarry: জল ভর্তি পরিতক্ত একটি পাথর খাদান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার