Prison: ২০ বছরের কারাদণ্ড, সু চির সহযোগীকে

Published By: Khabar India Online | Published On:

মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা অং সান সু চির ঘনিষ্ঠ সহযোগীকে ২০ বছরের কারাদণ্ড দিলো। এই প্রথম সামরিক সরকারের অধীনে আদালত সু চির দলের উচ্চ পদস্থ কোনো সদস্যর বিরুদ্ধে এমন রায় দিলো। শুক্রবার (২৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন -  CoronaVirus: সংক্রমণে শীর্ষে ফ্রান্স, মৃত্যুতে যুক্তরাষ্ট্র, ২৪ ঘণ্টায়

আইনজীবী মিন্ট থুইন বলেছেন, রাজধানী নাইপিদোতে একটি বিশেষ আদালত রাষ্ট্রদ্রোহের দায়ে সাবেক সংসদ সদস্য এবং সুচির এনএলডি দলের স্পিকার উইন হেইনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান তিনি।

উইন হেইনের মেয়ে, চিট সু উইন টেন এই রায়ের নিন্দা করে বলেছেন, এটি অপ্রত্যাশিত ছিল না। ৮০ বছর বয়সী এ নেতাকে ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর গ্রেফতার করা হয়।

আরও পড়ুন -  Myanmar: বিচার শেষ পর্যায়ে, মিয়ানমারের অং সান সুচির

 আগে মিয়ানমারের প্রাক্তন বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি আদালতে দেওয়া প্রথম সাক্ষ্যে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। মিয়ানমারের জান্তা সরকার তার বিরুদ্ধে জনসাধারণের মনে উদ্বেগ সৃষ্টির জন্য উসকানি দেওয়ার অভিযোগ আনে।

আরও পড়ুন -  Twitter Blue Tick: বন্ধ হলো টুইটারের ‘ব্লু টিক’, চালু হওয়ার দুইদিনের মধ্যেই

চলতি বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। পরবর্তী সময়ে সু চিসহ রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেফতার করা হয়।