Actress Sravanti Chatterjee: তোপের মুখে শ্রাবন্তী, ছবি তুলে

Published By: Khabar India Online | Published On:

 অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিয়ে-ডিভোর্স নিয়ে আলোচনায় থাকেন। সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেও প্রায়ই ট্রলের শিকার হতে দেখা যায় তাকে। এবার একটি হাতির সঙ্গে ছবি তুলে বডি শেমিংয়ের শিকার হয়েছেন।

আরও পড়ুন -  প্রবল বৃষ্টিতে বানভাসি হবার সম্ভাবনা, পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলায়

ঘুরতে গিয়ে হাতির দেখা পেয়েছিলেন নায়িকা। তাই হাতির সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি তিনি। হাতির সঙ্গে ছবি তুলেই তা প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। এতেই বেঁধেছে বিপত্তি! ছবিটি নিয়ে নেটিজেনদের এক অংশ শ্রাবন্তীকে নানা ধরনের হেনস্থামূলক কথা লিখেছেন।

আরও পড়ুন -  28th International Film Festival: উদ্বোধন হয়ে গেল ২৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চাঁদের হাট

একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘দু’জনকে ভালো মানিয়েছে। বিয়ে করে নিন। ’ অবশ্য আরেক নেটিজেন তার কমেন্টের বিরোধিতা করেছেন।

ছবিতে দেখা যাচ্ছে, হাতির সামনে দাঁড়িয়ে শ্রাবন্তী। পরনে তার ব্ল্যাক জিনস ও সাদা-গোলাপি ফুলের একটি ফ্লোরাল ক্যাজুয়াল শার্ট এবং চোখে সানগ্লাস। বোঝাই যাচ্ছে হাতির দেখা পেয়ে বেজায় মজা পেয়েছেন এই তারকা।

আরও পড়ুন -  খোলামেলা পোশাক, অন্তর্বাস স্পষ্ট, ( Sreelekha Mitra ) শ্রীলেখার নতুন যাত্রা !