T20 – World Cup: ব্যাটিংয়ে আফগানিস্তান

Published By: Khabar India Online | Published On:

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে আফগানিস্তান।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগান ইনিংস। ৫ বলে শূন্য রানে আউট হয়ে যান হযরতউল্লাহ জাজাই। ইমাদ ওয়াসিম তার উইকেটটি তুলে নেন।

আরও পড়ুন -  সিবিডিটি করদাতাদের ৩১ মার্চ পর্যন্ত রিফান্ড হিসেবে ২.৬২ লক্ষ কোটি টাকার বেশি মিটিয়ে দিয়েছে

বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ শাহজাদও। তিনি শাহীন শাহ আফ্রিদির বলে ৮ রানে সাজঘরে ফেরেন। তিনি খেলেছেন ৯ বল।

পরে রমমানউল্লাহ গুরবাজ ও আসগর আফগানের উইকেটও হারায় আফগানিস্তান। এরা প্রত্যেকেই ১০ রান করে করেছেন। দুজনে খেলেছেন ৭ বল করে। তবে গুরবাজের উইকেটটি নেন হাসান আলী। আর আসগরকে আউট করেন হারিছ রউফ।

আরও পড়ুন -  বিশ্ব শৌচাগার দিবসে ভারত সকলের জন্য শৌচাগারের সংকল্পকে দৃঢ় করছে : প্রধানমন্ত্রী

পরে করিম জানাতকে আউট করেন ইমাদ। জানাত করেছেন ১৭ বলে ১৫ রান। সব মিলিয়ে ৯ ওভার ১ বলে ৬৪ রানে ৫ উইকেট হারায় আফগানরা। ছবি: আইসিসি

আরও পড়ুন -  Rashmika mandana: বুকে অটোগ্রাফ, আবদার মেটালেন অভিনেত্রী, উত্তেজিত এক ফ্যান রশ্মিকাকে দেখে