Uttarakhand: মৃত ও আহতদের ফিরিয়ে আনতে সরকার ব্যবস্থা নিয়েছে, উত্তরাখন্ডে দুর্ঘটনার

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   উত্তরাখন্ডে বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত ও আহতদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, বৃহস্পতিবার সকালে একথা জানান রানিগঞ্জের বিধায়ক তথা এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়।

আরও পড়ুন -  Petrol & Diesel Price: দাম কমতে পারে পেট্রোল ও ডিজেলের, এই মাসেই হতে পারে ঘোষণা

উল্লেখ্য, চলতি মাসের 21 তারিখ আসানসোলের এক ট্রাভেল এজেন্সির সাথে কয়েকজন পর্যটক উত্তরাখন্ডে বেড়াতে যান। বুধবার সন্ধ্যায় আসানসোলে খবর আসে পর্যটকদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 7 জন। মৃতদের মধ্যে আসানসোলের মহিশিলার এক বাসিন্দা রয়েছে বলে জানান তাপস বাবু।

আরও পড়ুন -  Gold Price Today: কমে গেল সোনার দাম, কলকাতায় গয়নার দাম কি?

ঘটনা জানতে পেরেই পর্যটকদের খোঁজ খবর ও ফিরিয়ে আনার ব্যাপারে জেলাশাসকের সাথে তাপস বাবুর কথা বলেন, এবং পর্যটকদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে বলে জানান বিধায়ক তাপস  বন্দোপাধ্যায়।

আরও পড়ুন -  আলিয়াকে মা বানিয়েছেন রণবীর কাপুর, বিয়ের আগে, আসল সত্য সামনে এসেছে