52 Dot Balls: ৫২টি ডট বল খেলেছে, বাংলাদেশ

Published By: Khabar India Online | Published On:

ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের কঠোর সমালোচনা করেছেন প্রাক্তন উদ্বোধনী ব্যাটার শাহরিয়ার নাফিস। বুধবার সন্ধ্যায় খেলা শেষে ক্রিকইনফোতে তার ওই সমালোচনার ভিডিওটি প্রকাশিত হয়।
শাহরিয়ার নাফিস বলেন, ‘আপনি উইকেট হারাতে পারেন। এটা সমস্যা না।’ তিনি বলেন, ‘একটা বিষয় আমি তুলে ধরতে চাই; একটু জোর দিয়েই তুলে ধরতে চাই- বাংলাদেশ এ ইনিংসে ৫২টি ডট বল খেলেছে।’

আরও পড়ুন -  Sheikh Hasina: বাংলাদেশ টিকা তৈরি করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তিনি বলেন, ‘আপনি যদি টি-টোয়েন্টি ক্রিকেটে এতোগুলো ডট বল খেলেন, তাহলে বড় স্কোর করতে পারবেন না।’

ইংল্যাল্ড দলের প্রশংসা করে তিনি বলেন, ‘ইংলিশ বোলাররা খুবই শৃঙ্খলায় বোলিং করেছেন। তারা চমৎকার বল করেছেন। কিন্তু এতে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। এটা এমন নয় যে ঝড় এলো আর সবকিছু উপড়ে নিয়ে গেলো।’

আরও পড়ুন -  Pori Moni: জন্মদিনে উদ্দাম নাচ পরীমনির, লুঙ্গিতে কাছা, হাতে জুতো

শাহরিয়ার নাফিস বলেন, ‘এটা কিছু অর্থে আত্মঘাতি ব্যাটিং। প্রত্যেক ব্যাটার মনে হয়েছে যে তারা টাইমিংটা ভালো করছেন, কিন্তু রান করতে পারেননি।’