টুঙ্কা সাহা, আসানসোলঃ ব্রিটিশ আমলে ইংরেজদের দ্বারা নির্মিত উন্নত মানের চিমনি তৈরি করার অত্যাধুনিক ইট নির্মাণের কারখানা সহ গৃহনির্মাণের বিভিন্ন ব্যবহারিক সামগ্রী নির্মাণের কারখানা আজ চোরেদের উপদ্রবে জরাজীর্ণ ধ্বংসের পথে। বহু রাজনৈতিক দলের সত্তা বদল হতে দেখা গেলেও বান স্ট্যান্ডার্ড কোম্পানিকে নতুনভাবে পুনরুজ্জীবিত করা যায়নি কখনোই। দীর্ঘ একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বানস স্ট্যান্ডার্ড কোম্পানি খোলার চেষ্টা চালাতে দেখা গেছে বেশ কিছু শ্রমিক সংগঠনের সদস্যদের। কিন্তু সে সকল চেষ্টা যেন নিরর্থক হয়ে পড়ছে বান স্ট্যান্ডার্ড কোম্পানির সমস্ত সম্পত্তি ধীরে ধীরে চুরি হওয়ার কারণে। রাতের অন্ধকারে চুরির ঘটনা এখানে ঘটতে দেখা গেলেও, বর্তমানে দিনের আলোয় এই কারখানায় ব্যাপক সংখ্যায় চোরেদের উপদ্রব, ধীরে ধীরে বানস স্ট্যান্ডার্ড কোম্পানি কে অবলুপ্তির পথে নিয়ে যাচ্ছে বান স্ট্যান্ডার্ড কোম্পানি কে।
ইতিমধ্যেই রেল অধিগ্রহণ করেছে বান স্ট্যান্ডার্ড কোম্পানি কে আর সেই অধিগ্রহণের পর জমি জরিপের কাজ হয়ে গেছে আর সেইসব বিষয়গুলিকে মাথায় রেখেই একশ্রেণীর মাফিয়া রাজ চালিয়ে যাচ্ছে এখানে লোহা পাচারকারী চোরেরা। চুরির মাত্রা এতটাই বেড়েছে যে এখানে প্রশাসনকে বুড়ো আংগুল দেখিয়ে চলছে রেনডম চুরির কাজ। মঙ্গলবার এই চুরির ঘটনায় সঙ্গে যুক্ত থাকার অপরাধে বেশকিছু জন পাচারকারীকে পাকড়াও করে পুলিশ তবে সেই সংখ্যাটা এখনো কি সেটা জানা যায়নি। একদিকে যখন বারণ স্ট্যান্ডার্ড কোম্পানি খোলার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বহু আন্দোলন চালিয়ে যাচ্ছে সেখানেই লোহা চোরের দল এভাবে বান স্ট্যান্ডার্ড কে লুটে পুটে খাওয়ায় স্বভাবতই কপালে ভাঁজ প্রশাসনের