উত্তর প্রদেশের কানপুরে ২২শে অক্টোবর ৫৭ বছর বয়সী জিকা ভাইরাসে আক্রান্ত এক রোগীর সন্ধান পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একটি উচ্চ পর্যায়ের বহুবিষয়ক দল সেখানে পাঠিয়েছে।
এই দলে জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রক কর্মসূচীর একজন কীট পতঙ্গ বিষয়ক বিজ্ঞানী, জাতীয় ব্যাধি নিয়ন্ত্রণ কেন্দ্রের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নতুনদিল্লির ডাঃ আরএমএল হাসপাতালের একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ রয়েছেন। দলের সদস্যরা জিকা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রনের কাজ করতে রাজ্য স্বাস্থ্য বিভাগকে সহায়তা করবেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জিকা রোগ সংক্রান্ত ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অঞ্চলে কার্যকর করা হবে কিনা দলের সদস্যরা সেই বিষয়টি বিবেচনা করবেন। এ ছাড়াও তাঁরা উত্তর প্রদেশে জনস্বাস্থ্য ব্যবস্থায় জিকা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে কি কি করণীয় , তা নিয়ে নানা সুপারিশ করবেন। সূত্রঃ পিআইবি