সৌদি জোটের হামলায় তিন দিনে ২৬০ জনেরও বেশি হুথি বিদ্রোহী মারা গেছে। আহত হয়েছে আরও অনেকে। দেশটির কৌশলগত শহর মারিবে বৃহস্পতিবার থেকে ৭২ ঘণ্টার হামলায় এই হতাহত হয়। রবিবার সৌদি জোটের পক্ষ থেকে এই দাবি করা হয়।
সংবাদ মাধ্যম আল-জাজিরা জানায়, হতাহতের সংখ্যা অন্য কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরাও কোনো মন্তব্য করেনি।
সৌদি জোটের দাবি, এই হামলায় ৩৬টি সামরিকযান ধ্বংস করা হয়েছে। ৭২ ঘণ্টার অভিযানে অন্তত ২৬৪ জন হুথিকে হত্যা করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়।
গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই মারিব লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি জোট। গত সপ্তাহে এতে নিহত হয়েছিল ১৬০ জন হুথি বিদ্রোহী।
মারিব নিয়ন্ত্রণ নিতে গত ফেব্রুয়ারিতে জোড়ালো আক্রমণ চালিয়েছিল ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। ছবি: আল-জাজিরা