Indigenous Teachers Beaten: এক আদিবাসী শিক্ষককে মারধোর

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদাঃ   সাইকেল চোর অপবাদ দিয়ে এক আদিবাসী শিক্ষককে মারধোরের ঘটনার মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা তথা ইংরেজবাজার পুরসভার ৩নং ওয়ার্ডের প্রাক্তণ কাউন্সিলার পরিতোষ চৌধুরীকে গ্রেপ্তার করল পুলিশ।

আরও পড়ুন -  নিরাপত্তা উপকরণ ছাড়াই, ৪৮ তলা ভবনের দেয়াল বেয়ে, ছাদে উঠে নিজের ৬০তম জন্মদিন উদযাপন

সোমবার সকাল এগারোটা নাগাদ তাকে মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে গেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।

এদিন তাকে মালদা জেলা আদালতে পেশ করে চারদিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।

আরও পড়ুন -  কলকাতায় ধাপে ধাপে ডেঙ্গি আতঙ্ক বাড়ছে

প্রসঙ্গত,চলতি মাসের সতেরো তারিখ রাতে সাইকেল চুরির অপবাদ দিয়ে সুদীপ টুডু নামে ওই আদিবাসী শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে পরিতোষ চৌধুরীর বিরুদ্ধে।

তাকে গ্রেফতারির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় মালদা, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বহু আদিবাসী সংগঠন।

আরও পড়ুন -  Snigdhajit Bhowmik: টিভিতে নাটক করছো ? স্নিগ্ধজিৎ কি উত্তর দিলেন ?