Indigenous Teachers Beaten: এক আদিবাসী শিক্ষককে মারধোর

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদাঃ   সাইকেল চোর অপবাদ দিয়ে এক আদিবাসী শিক্ষককে মারধোরের ঘটনার মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা তথা ইংরেজবাজার পুরসভার ৩নং ওয়ার্ডের প্রাক্তণ কাউন্সিলার পরিতোষ চৌধুরীকে গ্রেপ্তার করল পুলিশ।

আরও পড়ুন -  কাজ ছাড়াই যানবাহন শহরের উপর দিয়ে চলাচল করছে কিনা সে বিষয়েও ট্রাফিক পুলিশের কড়া নজর

সোমবার সকাল এগারোটা নাগাদ তাকে মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে গেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।

এদিন তাকে মালদা জেলা আদালতে পেশ করে চারদিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।

আরও পড়ুন -  Twitter: টুইটার ডাউন বহু দেশে, সমস্যায় ব্যবহারকারীরা

প্রসঙ্গত,চলতি মাসের সতেরো তারিখ রাতে সাইকেল চুরির অপবাদ দিয়ে সুদীপ টুডু নামে ওই আদিবাসী শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে পরিতোষ চৌধুরীর বিরুদ্ধে।

তাকে গ্রেফতারির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় মালদা, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বহু আদিবাসী সংগঠন।

আরও পড়ুন -  Aryan Khan: নাম বাদ দিয়ে চার্জশিট, শাহরুখ-পুত্র আরিয়ান খান