Earthen Lamps: মাটির প্রদীপের চাহিদা নেই !

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা, ২৪ অক্টোবর:

বাজারে চিনা টুনির দাপট।

আর তার জেরেই কমেছে মাটির প্রদীপের চাহিদা। স্বভাবতই মুখ ভার কুমোরপাড়ার মৃৎশিল্পীদের।

পুরাতন মালদা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কুমোরপাড়ায় ধরা পড়ল সেই ছবিই।

আরও পড়ুন -  ভালোবাসার বিয়েকে মেনে না নেওয়া গৃহবধূকে জ্যন্ত পুড়িয়ে খুন করার অভিযোগ

সেখানকার মৃৎশিল্পীরা জানালেন, চিনা টুনির জন্য ক্রমেই চাহিদা কমছে মাটির প্রদীপের। এখন পুজোর মরশুমে মাত্র দশ থেকে পনেরো হাজার প্রদীপ তৈরি করেন তারা। একহাজার প্রদীপ বিক্রি করে জোটে পাঁচশো টাকা। সংসার চালানো দায় হয়ে পড়ে তাদের।

আরও পড়ুন -  মালদহে প্রবেশ করল বিজেপির রথ

পলি পাল, মৃৎশিল্পীদীর্ঘ কুড়ি বছর ধরে এই পেশায় থাকলেও এখনও মেলেনি কোনও সরকারি সাহায্য বা ভাতা।