Snake Bite: বিষধর সাপের কামড়ে আশঙ্কাজনক গৃহবধূ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদাঃ

বিষধর সাপের কামড়ে আশঙ্কাজনক গৃহবধূ।
সাপ সমেত হাজির মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
বিষধরকে ঘিরে আতঙ্ক হাসপাতালের জরুরি বিভাগে।

মোবাইল চার্জ দিতে গিয়ে বিষধর গোখরা সাপের কামড়ে গুরুতর আহত এক গৃহবধূ।

আরও পড়ুন -  Attacked: মেয়ের শ্বশুর, শাশুড়ি এবং দেওরের হাতে আক্রান্ত বাবা ও মা

আহত গৃহবধূর বলসাতিয়া মাহাতো চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ।

বাড়ি মানিকচক থানার গদাই চর এলাকায়।

আহত গৃহবধূকে প্রথমে গ্রামে করা হয় ঝাড়ফুঁক।

তারপর চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মানিকচক গ্রামীণ হাসপাতাল।

আরও পড়ুন -  মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ে বন্যার কারণে প্রাণহানির ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহর শোক জ্ঞাপন

সেখান থেকে অবস্থার অবনতি হলে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসার জন্য বিষধর গোখরো সাপটিকে সাথে নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হন রোগীর আত্মীয়রা। সেই সাপকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় হাসপাতালের জরুরি বিভাগে।

সাপ দেখতে ভিড় জমান হাসপাতালে থাকা অন্যান্য রোগীর আত্মীয়রা।

আরও পড়ুন -  খুব সাহসী ওয়েব সিরিজ Ullu-তে এসে গেল, কারও সামনে দেখবেন না