Train: কলকাতা-যোগবাণী-কলকাতা স্পেশাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হল

Published By: Khabar India Online | Published On:

উত্তরপূর্ব সীমান্ত রেলের অন্তরগত যোগবাণী স্টেশন ইয়ার্ডে ব্যাপক বৃষ্টির দরুণ জল জমে যাওয়ার কারণে কলকাতা-যোগবাণী স্পেশাল ট্রেন (০৩১৫৯)-এর যাত্রা পথ সংক্ষিত করে ফরবেসগঞ্জ স্টেশন পর্যন্ত করা হয়েছে। একইভাবে, যোগবাণী-কলকাতা স্পেশাল ট্রেনটি (০৩১৬০) যোগবাণী স্টেশনের পরিবর্তে ফরবেসগঞ্জ থেকে আজ রওনা হবে। স্টেশন ইয়ার্ড জলমগ্ন হওয়ার দরুণ ফরবেসগঞ্জ ও যোগবাণী স্টেশনের মধ্যে ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন -  আবার লকডাউন হচ্ছে কেরলে, লাগামছাড়া করোনা সংক্রমণ

যাত্রা পথ সংক্ষিপ্তকরণ এবং পূর্ব নির্ধারিত স্টেশনের পরিবর্তে অন্য স্টেশন থেকে ট্রেনের যাত্রা শুরুর ফলে যাত্রী সাধারণের অসুবিধের জন্য পূর্ব রেলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। সূত্রঃ পিআইবি

আরও পড়ুন -  Imran Khan: তল্লাশি চালাচ্ছে পুলিশ, ইমরান খানের বাসভবনে