Met: শাহরুখ, ছেলের সাথে দেখা করলেন

Published By: Khabar India Online | Published On:

আরিয়ানের গ্রেফতারের ১৯ দিন পর আজ বৃহস্পতিবার(২১ অক্টোবর) মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছেলের সাথে দেখা করেছেন শাহরুখ খান। নিয়ম মেনে ঠিক পনেরো মিনিট সেখানে ছিলেন তিনি।

গত ২ অক্টোবর গোয়াগামী একটি ক্রুজ থেকে মাদক কান্ডে আটক করা হয় শাহরুখপুত্র আরিয়ানকে। এরপর তাকে গ্রেফতার করে এনসিবি। দুই দফা তার জামিন নাকচ করে দিয়েছেন আদালত। গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম ছেলের সাথে সামনাসামনি দেখা করলেন শাহরুখ।

আরও পড়ুন -  Urvashi Rautela: চার সন্তানের পিতা অভিনেত্রী উর্বশীকে, একটি প্রস্তাব দিয়েছিলেন

মাত্র কয়রকজন নিরাপত্তারক্ষী নিয়ে শাহরুখ জেলে পৌঁছান। তার জন্য বরাদ্দ ছিল পনেরো মিনিট সময়। শাহরুখ ছেলের সাথে ঠিক পনেরো মিনিট কথা বলেন। এরপর তিনি জেল থেকে বের হয়ে আসেন। সে সময় ছেলের জন্য কতটা শাহরুখ চিন্তিত, চেহারায় সেটার স্পষ্ট ছাপ দেখা যায়। যদিও তিনি মুখে বলছেন, সব ঠিক হয়ে যাবে।

আরও পড়ুন -  ' সুবর্ণলতার ' সুর খালি গলায় গান শোনালেন, অভিনেত্রী অর্কজা