প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আরও এক কিস্তি মহার্ঘ্য ভাতা দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এটি পয়লা জুলাই থেকে কার্যকর হবে। মূল্য বৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে মূল বেতন/অবসর ভাতার বর্তমান ২৮ শতাংশের অতিরিক্ত ৩ শতাংশ বৃদ্ধি করা হ’ল।
সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশক্রমে নির্দিষ্ট সূত্র অনুযায়ী এই বৃদ্ধি নির্ধারিত হয়। এর ফলে, প্রতি বছর সরকারি কোষাগার থেকে অতিরিক্ত ৯ হাজার ৪৮৮ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয় হবে। ৪৭ লক্ষ ১৪ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষ ৬২ হাজার পেনশনভোগী এর ফলে উপকৃত হবেন। সূত্রঃ পিআইবি